ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৩ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২০
গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক ও আরোহী নিহত হয়েছেন।

বুধবার (২২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রহনপুর-আড্ডা সড়কের রহনপুর ইউনিয়নের মাদ্রাসা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন- নওগাঁর পোরশা উপজেলার জুয়েল পাইলা গ্রামের হাবিবুর (৩৮) ও মোজাহার (৩৫)।

 

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, নিহত ওই দুই মোটরসাইকেল আরোহী একটি চাল বোঝাই ট্রাককে (রাজ মেট্রো-ট-১১-০২০৯) ওভারটেক করার সময় সামনে থেকে আসা পাওয়ার টিলারকে সাইড দিতে গিয়ে চলন্ত ট্রাকের নিচে পড়ে যায়। এ সময় তাদের ব্যবহৃত মোটরসাইকেলটিতে আগুন লেগে যায়।  

খবর পেয়ে রহনপুর ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়। পরে সেখানে ২টার দিকে পথিমধ্যে তাদের মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ করলেও চালক মিলন পলাতক রয়েছে।

গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২০
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।