ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

গোমস্তাপুরে ৩২৪৫ পিস ইয়াবাসহ একজন আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২০
গোমস্তাপুরে ৩২৪৫ পিস ইয়াবাসহ একজন আটক

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩ হাজার ২৪৫ পিস ইয়াবাসহ মো. আরাফাত হোসেন (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। 

আরাফাত হোসেন নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার গোগীনগর সোনাভাঙ্গা গ্রামের মো. আজিজুল ইসলামের ছেলে।

বুধবার (২২ জানুয়ারি) রাত ৮টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব-৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার এস এম জামিল আহমেদের নেতৃত্বে একটি অপারেশন দল বুধবার বিকেল পৌনে ৫টার দিকে জেলার গোমস্তাপুর উপজেলার বেলালবাজার এলাকায় অভিযান চালায়।

অভিযানে ৩ হাজার ২৪৫ পিস ইয়াবাসহ মাদকবিক্রেতা মো. আরাফাত হোসেনকে আটক করা হয়।

বাংলাদেশ সময়: ০২৫২ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।