ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৯ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২০
সিরাজগঞ্জে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে উভয় পরিবহনের চালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় সিরাজগঞ্জ-কড্ডা আঞ্চলিক সড়কে সদর উপজেলার রামগতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহত অটোরিকশা চালক আব্দুর রাজ্জাক (৫৫) রামগাতি এলাকার বাসিন্দা।

নিহত মোটরসাইকেল চালকের নামপরিচয় জানা যায়নি।   

সদর থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, রাস্তা পারাপারের সময় ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় পরিবহনের চালক গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।  

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২০
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।