ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

মানিকগঞ্জে মাদক বিক্রেতা স্বামী-স্ত্রীর কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৩ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২০
মানিকগঞ্জে মাদক বিক্রেতা স্বামী-স্ত্রীর কারাদণ্ড প্রতীকী

মানিকগঞ্জ: মানিকগঞ্জ সদর উপজেলার চান্দইর গ্রামে মাদক বিক্রি ও মজুদ রাখার দায়ে স্বামী-স্ত্রীকে কারাদণ্ডসহ অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম আবু দারদা এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- একই উপজেলার চান্দইর গ্রামের আলেকজান্ডার (৩৫) ও তার স্ত্রী আকলিমা বেগম (৩০)।

ম্যাজিস্ট্রেট এস এম আবু দারদা বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জনাব সাইফুল ইসলাম ভূঁইয়া, জেলা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যদের সমন্বয়ে সদর উপজেলার চান্দইর গ্রামে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আলেকজান্ডার ও তার স্ত্রী আকলিমাকে গাঁজা মজুদ ও মাদক বিক্রির দায়ে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। পরে স্বীকারোক্তির ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আলেকজান্ডারকে দুই বছর ও আকলিমাকে ছয় মাসের সশ্রম কারাদণ্ডসহ তাদের ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।  

বাংলাদেশ সময়:  ২০৫১ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২০
এমআরএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।