ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

নীলফামারীতে ছাত্রদলের ১২ ইউনিট বিলুপ্ত ঘোষণা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৩ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২০
নীলফামারীতে ছাত্রদলের ১২ ইউনিট বিলুপ্ত ঘোষণা 

নীলফামারী: জাতীয়তাবাদী ছাত্রদল নীলফামারী জেলা ইউনিটের আওতায় ১২টি ইউনিট বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে জেলা ছাত্রদলের সভাপতি সালেকীন আহমেদ সজিব ও সাধারণ সম্পাদক মারুফ পারভেজ প্রিন্স স্বাক্ষরিত সংগঠনের প্যাডে বিষয়টি নিশ্চিত করা হয়। এতে শিগগিরই নতুন কমিটি গঠন করা হবে বলেও জানানো হয়েছে।

বিলুপ্ত ইউনিটগুলো হলো- নীলফামারী সদর উপজেলা, নীলফামারী পৌর, নীলফামারী সরকারি কলেজ, ডোমার উপজেলা, ডোমার পৌর, ডোমার সরকারি কলেজ, চিলাহাটি সরকারি কলেজ,  ডিমলা উপজেলা, ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজ, জলঢাকা উপজেলা, জলঢাকা পৌরসভা ও জলঢাকা সরকারি কলেজ ইউনিট।  

মারুফ পারভেজ প্রিন্স বাংলানিউজকে জানান, কেন্দ্রীয় পরামর্শে সংগঠনের গতিশীলতা বৃদ্ধি, দীর্ঘ সময় পুর্বের কমিটির দায়িত্ব পালন ও পুর্ণগঠনের জন্য এসব ইউনিট বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শিগগিরই তৃণমূল নেতাদের মতামতের ভিত্তিতে ইউনিটগুলো সাজানো হবে।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২০
এমআরএ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।