ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

মার্কেন্টাইল কো-অপারেটিভের ৩জনের বিরুদ্ধে মামলা অনুমোদন 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২০
মার্কেন্টাইল কো-অপারেটিভের ৩জনের বিরুদ্ধে মামলা অনুমোদন 

ঢাকা: দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান শিহান আবরার চৌধুরীসহ তিনজনের বিরুদ্ধে মামলার অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) কমিশনের সভায় মামলাটি অনুমোদিত হয় বলে নিশ্চিত করেছে দুদকের জনসংযোগ শাখা।

মামলার অন্য আসামিরা হলেন- ব্যাংকের ভাইস চেয়ারম্যান বেলায়েত হোসেন ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শামসুন নাহার।

দুদক সূত্র জানায়, বেলায়েত ও শামসুন নাহারের সহযোগিতায় শিহান আমানতকারীদের নয় কোটি ২৫ লাখ টাকা অবৈধভাবে ঋণ হিসেবে নেন। যে টাকা দিয়ে বনানী ডিওএইচএস ও কক্সবাজারের বিভিন্ন এলাকায় নিজ নামে সম্পত্তি কেনেন।  

ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে আমানতকারীদের আমানতের টাকায় অবৈধভাবে ঋণ নেওয়া এবং অর্থ স্থানান্তর, রূপাস্তর করার মাধ্যমে সম্পদ অর্জন করে দণ্ডবিধির ৪০৯ ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ এর ৪(২) ধারায় তাদের বিরুদ্ধে মামলার অনুমোদন দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ০০২৮ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২০
ডিএন/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।