ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

মিরপুরের বস্তিতে অগ্নিকাণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৮ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২০
মিরপুরের বস্তিতে অগ্নিকাণ্ড

ঢাকা: রাজধানীর মিরপুরের চলন্তিকা বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট। অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে অজ্ঞাত এক নারী বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কাজনক। 

শুক্রবার (২৪ জানুয়ারি) ভোর সোয়া ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে তা বস্তিতে ছড়িয়ে পড়ে।

 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাসেল সিকদার বাংলানিউজকে জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদর দপ্তরসহ নগরীর বিভিন্ন স্টেশনের ১৫টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছেন তারা।  

তবে কীভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে তা জানাতে পারেননি তিনি। এদিকে ফায়ার সার্ভিস সূত্র জানায়, অগ্নিকাণ্ডে একজন আহত হয়েছেন। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।  

বাংলাদেশ সময়: ০৫৩৬ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২০/আপডেট: ০৬৩৪ ঘণ্টা
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।