ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

অভয়নগরে ভ্যান চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৯ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২০
অভয়নগরে ভ্যান চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা 

যশোর: যশোরের অভয়নগর উপজেলায় ভ্যান চোর সন্দেহে ইলিয়াস শেখ (৪০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

শুক্রবার (২৪ জানুয়ারি) ভোরে উপজেলার শুভরাড়া মাঠপাড়ায় এ ঘটনা ঘটে। ইলিয়াস শুভরাড়া গ্রামের হাকিম শেখের ছেলে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, ভোরে অভয়নগর থানার শুভরাড়া মাঠপাড়ায় আছাদ ভূঁইয়ার বাড়ির সামনে ভ্যান চোর সন্দেহে ইলিয়াসকে উত্তেজিত জনতা গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এর আগে চলতি মাসেই অভয়নগরে চোর সন্দেহে গণপিটুনিতে তিনজন ও ঝিকরগাছায় একজন নিহত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২০
ইউজি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।