ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ৬ হাজার ইয়াবাসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২০
গাজীপুরে ৬ হাজার ইয়াবাসহ আটক ১

সিরাজগঞ্জ: গাজীপুরের কোনাবাড়ি এলাকা থেকে পাঁচ হাজার ৯৩৫ পিস ইয়াবাসহ স্বপন মিয়া (৫৫) নামে এক মাদকবিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান স্পেশাল কোম্পানি র‌্যাব-১২ সিরাজগঞ্জ এর কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার  (এএসপি) মো. খলিলুর রহমান।  

আটক স্বপন গোপালগঞ্জের কাশিয়ানী থানার সাজাইল গ্রামের মৃত মহসিনের ছেলে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাতে কোনাবাড়ি বাসস্ট্যান্ডের সামনে অভিযান চালিয়ে মাদকবিক্রেতা স্বপনকে আটক করা হয়। সেসময় তার কাছ থেকে পাঁচ হাজার ৯৩৫ পিস ইয়াবা, দুইটি মোবাইলফোন, তিনটি সিমকার্ড জব্দ করা হয়। এ ঘটনায় তার নামে কোনাবাড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।