ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বাজিতপুরে ইয়াবাসহ বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২০
বাজিতপুরে ইয়াবাসহ বিক্রেতা আটক

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় ১ হাজার ৯১০ পিস ইয়াবাসহ ইয়াসিন মিয়া (৩৫) নামে এক মাদকবিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুরে এ তথ্য জানান র‌্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার বিএন এম শোভন খান।

আটক ইয়াসিন পার্শ্ববর্তী নরসিংদী জেলা সদর উপজেলার চীনিশপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বীরপুর এলাকার মৃত সাইদ মিয়ার ছেলে।

তিনি বাজিতপুর উপজেলার পশ্চিম পিরিজপুর উজার এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলেন।

বিএন এম শোভন খান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দিনগত রাতে বাজিতপুর উপজেলার পশ্চিম পিরিজপুর উজার এলাকায় অভিযান চালিয়ে মাদকবিক্রেতা ইয়াসিনকে আটক করা হয়। সেসময় তার কাছ থেকে ১ হাজার ৯১০ পিস ইয়াবা জব্দ করা হয়। এ ব্যাপারে তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাজিতপুর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।