ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ভোলা আইনজীবী সমিতির সভাপতি ছালাউদ্দিন, সম্পাদক নুরুল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২০
ভোলা আইনজীবী সমিতির সভাপতি ছালাউদ্দিন, সম্পাদক নুরুল

ভোলা: ভোলা জেলা আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন বিএনপির ছালাউদ্দিন হাওলাদার, সম্পাদক হয়েছেন আওয়ামী লীগের মো. নুরুল আমিন নুরনবী।

শুক্রবার (৩১ জানুয়ারি) এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।

এতে ১৭৮ জন ভোটারের মধ্যে ভোট দেন ১৬৮ জন।

গণনা শেষে রাত ৮টায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার যুগ্ম জজ-১ মো. জাকারিয়া। ওই কমিটির সদস্য ছিলেন অ্যাডভোকেট মৃণাল চক্রবর্তী বিষু ওঅ্যাডভোকেট জয়ন্ত বিশ্বাস।

অন্য পদে বিজয়ীরা হলেন- সহ-সভাপতি শংকর গাঙ্গুলী ও মোহাম্মদ ইউছুফ, সহ-সম্পাদক মো. ইফতারুল হাসান শরীফ ও মো. জাকির হোসেন রিপন, ধর্ম, ক্রীড়া সম্পাদক মো. ইউছুফ-২, পাঠাগার সম্পাদক মো. মাসফিকুর রহমান বাবু ও পলাশ চন্দ্র দাস, অর্থ সম্পাদক সুজন কৃষ্ণ ও নির্বাহী সদস্য মো. আবুল কাসেম, মো. কাওসার আহমেদ এবং ফেরদৌস জুবলী।

বাংলাদেশ সময়: ০৩০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২০
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।