ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ধনবাড়ীতে স্কুল শিক্ষককে খুনের পর গুমের অভিযোগ

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২০
ধনবাড়ীতে স্কুল শিক্ষককে খুনের পর গুমের অভিযোগ

মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের ধনবাড়ীতে মো. সুলতানুজ্জামান হেলাল (৫০) নামে এক বেসরকারি স্কুল শিক্ষক তার অফিসকক্ষে দুর্বৃত্তদের হাতে খুন ও পরে গুম হয়েছেন বলে অভিযোগ করেছে পরিবার।

শুক্রবার (৩১ জানুয়ারি) রাত ওই শিক্ষকের কোনো খোঁজ পায়নি পুলিশ।

উপজেলার বানিয়াজান ইউনিয়নের বাইজান গ্রামের মৃত হাসান আলী মণ্ডলের ছেলে হেলাল ধনবাড়ী পৌর শহরের নলহরা (নল্যা) বাজারের আরএনজি প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক ছিলেন।

পূর্ব শত্রুতার জেরে তাকে হত্যা করে গুম করা হয়েছে বলে ধারণা করছে তার পরিবার।

নিহতের বড় ভাই আবু বকর সিদ্দিক ও তার ভাতিজরা জানান, বৃহস্পতিবার রাতে সুনতানুজ্জামান হেলাল ধনবাড়ী থেকে ফিরে নল্যা বাজারের বিষ্ণুর সেলুনের সামনে মোটরবাইক রেখে যাওয়ার দীর্ঘ সময় পরও ফিরে না আসায় মোবাইলে তাকে খোঁজা হয়। রাত গড়িয়ে গভীর হতে থাকলে বিষয়টি পরিবারের সদস্যদের জানানো হয়।  

পরিবারসহ স্থানীয়রা তাকে খুঁজতে শুরু করলে এক পর্যায়ে তার স্কুলের অফিসকক্ষের মেঝেতে রক্তের দাগ ও মোবাইল ফোনটি পাওয়া যায়।  এ থেকে তাকে খুন করে গুম করা হয়েছে বলে ধারণা করছেন এলাকাবাসী ও পরিবার।

ধনবাড়ী থানার ওসি-তদন্ত আশরাফুল ইসলাম ও এসআই মাজাহার জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তাকে হত্যা করে গুম করার ব্যাপারে এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে তার পরিবারের দাবি তাকে খুন করে গুম করা হয়েছে। এ নিয়ে মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৬১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২০
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।