ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান আর নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২০
মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান আর নেই

বরিশাল: বরিশাল মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোখলেছুর রহমান হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন (ইন্নালিল্লাহি ..... রাজিউন)।

শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মুক্তিযোদ্ধা এমজি কবির ভুলু।

তিনি জানান, শুক্রবার (৩১ জানুয়ারি) দিনগত রাত ১১টার দিকে অসুস্থবোধ করছিলেন মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোখলেছুর রহমান।

এরপর রাতেই তার মৃত্যু হয়।

বাদ যোহর সদররোডে তার প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এরপর বাদ আসর নিজ বাড়ি বরিশাল শহরতলীর মহাবাজ এলাকায় দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। সেখানেই তাকে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২০
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।