ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

সেনবাগ থানার ওসি মিজানকে অব্যাহতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২০
সেনবাগ থানার ওসি মিজানকে অব্যাহতি

নোয়াখালী: বিভিন্ন অনিয়মের অভিযোগে নোয়াখালীর সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে নোয়াখালী জেলা পুলিশ সুপার (এসপি) আলমগীর হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এসপি আলমগীর হোসেন জানান, ওসি মিজানুরকে প্রশাসনিক কারণে তার দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

এছাড়াও ওসি মিজানের নামে বিভিন্ন অনিয়মের অভিযোগের প্রশাসনিক তদন্ত চলছে।

সূত্র জানায়, গত ১৯ জানুয়ারি সেনবাগ উপজেলা যুবলীগ নেতা মোজ্জামেল হোসেন রাসেলকে মোবাইলে থানায় তার কক্ষে ডেকে নিয়ে দরজা বন্ধ করে তাকে অকথ্য ভাষায় গালাগালিসহ এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত করেন ওসি মিজান। সেসময় ওসি আওয়ামী লীগ, যুবলীগ নিয়েও গালমন্দ করেন।

এ ঘটনার প্রতিবাদে গত ২২ জানুয়ারি উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়। পরে একই ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন করে উপজেলা জাতীয় পার্টি।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।