ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

সুন্দরবন থেকে ৫৯ কেজি মাংসসহ হরিণ শিকারি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২০
সুন্দরবন থেকে ৫৯ কেজি মাংসসহ হরিণ শিকারি আটক

বাগেরহাট: সুন্দরবন থেকে ৫৯ কেজি মাংসসহ আছাদুজ্জামান জোমাদ্দার (৩২) নামে এক হরিণ শিকারিকে আটক করেছে বনবিভাগ।

এ সময় চারটি ও নৌকা হরিণ শিকারের ফাঁদ জব্দ করেছেন বনরক্ষীরা।

শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের বাদামতলা এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক আছাদুজ্জামান মোংলা উপজেলার বৈদ্যমারী গ্রামের জহুর জমাদ্দারের ছেলে।

বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করে সুন্দরবন পূর্ববন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, কয়েকদিন আগে সুন্দরবনে একদল হরিণ শিকারি চক্র ঢুকে পড়ছে, এ সংবাদের ভিত্তিতে বনের বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। সুন্দরবন থেকে হরিণ শিকার করে চারটি নৌকায় লোকালয়ে ফেরার পথে বাদামতলা এলাকায় নৌকাগুলোকে চ্যালেঞ্জ করেন বনরক্ষীরা।

এ সময় ১০/১২ জন শিকারি দৌড়ে বনের মধ্যে পালিয়ে যায়। পরে আছাদুজ্জামানকে আটক করতে সক্ষম হন তারা। বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা দায়ের পূর্বক আছাদুজ্জামানকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে। জব্দ হওয়া মাংস কেরোসিন দিয়ে ধ্বংস করা হবে বলেও জানান ওই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।