ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ঝালকাঠি জেলার ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২০
ঝালকাঠি জেলার ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত ঝালকাঠি জেলার ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালি। ছবি: বাংলানিউজ

ঝালকাঠি: নানা আয়োজনে উদযাপিত হলো ঝালকাঠি জেলার ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী।

শনিবার (১ ফেব্রুয়ারি) র‌্যালি ও আলোচনা সভার মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।

সকাল ৯টায় জেলা প্রশাসকের হলরুমে ঝালকাঠি নাগরিক ফোরামের আয়োজনে জেলার প্রতিষ্ঠা বার্ষিকী এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনটির সভাপতি সামসুল হক মনুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জোহর আলী।

এসময় আরও উপস্থিত ছিলেন ঝালকাঠি প্রেসক্লাব সহ-সভাপতি দুলাল সাহা, সিনিয়র সাংবাদিক হেমায়েত উদ্দিন হিমু, ঝালকাঠি নাগরিক ফোরাম সহ-সভাপতি এসএম মিজানুর রহমান প্রমুখ।

এদিকে দিনটি উপলক্ষে রাজাপুর নাগরিক ফোরামের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আহসান হাবিব সোহাগের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা চেয়ারম্যান  অধ্যক্ষ মনিরউজ্জামান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২০
এমএস/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।