ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

খুঁটির সঙ্গে ধাক্কায় চলন্ত ট্রেনের যাত্রী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২০
খুঁটির সঙ্গে ধাক্কায় চলন্ত ট্রেনের যাত্রী নিহত

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের ধীরাশ্রম এলাকায় সিগন্যাল খুঁটির সঙ্গে ধাক্কা লেগে চলন্ত ট্রেনের এক যাত্রী নিহত হয়েছেন। 

রোববার (০২ ফেব্রুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম-পরিচয় জানা যায়নি।

তার বয়স আনুমানিক ২৫ বছর হবে।

জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মান্নান বাংলানিউজকে জানান, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী চলন্ত ট্রেনের দরজার পাশে দাঁড়িয়ে ওই যুবক যাচ্ছিলেন। এক পর্যায়ে ট্রেনটি ধীরাশ্রম এলাকায় পৌঁছালে তিনি ট্রেনের দরজার হাতল ধরে বাইরের দিকে উঁকি দেন। এ সময় সিগন্যাল খুঁটির সঙ্গে তার ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তার পরনে কালো জিন্স প্যান্ট ও গেঞ্জি ছিল। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১০৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২০
আরএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।