ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ঢাকা প্রবেশের সব মহাসড়কে যানচলাচল স্বাভাবিক

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২০
ঢাকা প্রবেশের সব মহাসড়কে যানচলাচল স্বাভাবিক

সাভার (ঢাকা): ঢাকার দুই সিটি (উত্তর ও দক্ষিণ) করপোরেশন নির্বাচন শেষ হয়েছে শনিবার (২ ফেব্রুয়ারি)। নির্বাচনের এ ফলাফল প্রত্যাখ্যান করে রোববার (২ ফেব্রুয়ারি) রাজধানীতে সকাল-সন্ধ্যা হরতাল ডাক দিয়েছে বিএনপি।

বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা এ শান্তিপূর্ণ হরতালে মহাসড়কগুলোতেও দূরপাল্লার যানবাহনসহ সব পরিবহন শান্তিপূর্ণ ও স্বাভাবিকভাবেই চলছে।

দুপুরে রাজধানী ঢাকার প্রবেশ পথ ঢাকা-আরিচা মহসড়কের সাভার বাসস্ট্যান্ড, নবীনগর বাসস্ট্যান্ড এলাকা, নবীনগর-চন্দ্রা ও টঙ্গী-আশুলিয়া-ইপিজেড মহাসড়কের আশুলিয়া বাস স্ট্যান্ড ও বাইপাইল ত্রী-মোড় এলাকায় অন্যসব দিনের মত স্বাভাবিকভাবেই যানচলাচল করতে দেখা গেছে।

 

সকাল ৬টার শুরু হওয়া হরতালে নির্বাচন পরবর্তী যেকোনো ধরনের সহিংসতা ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।

আশুলিয়ার ট্রাফিক ইনচার্জ (টিআই) মশিউর রহমান বাংলানিউজকে বলেন, সকাল থেকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কে সব দূরপাল্লার বাসসহ সব ধরনের যানচলাচল স্বাভাবিক রয়েছে। আজকের হরতালে সড়কে কোনো প্রভাব ফেলেনি।

এর আগে, শনিবার (০১ ফেব্রুয়ারি) রাতে নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে হরতালের ডাক দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারাও বিএনপির ডাকা হরতালকে সমর্থন করেছেন।  

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২০
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।