ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ফেনীতে বঙ্গবন্ধু স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২০
ফেনীতে বঙ্গবন্ধু স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

ফেনী: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ফেনীতে বর্ণিল আয়োজনে বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে।

রোববার (২ ফেব্রুয়ারি) সকালে ফেনীর ভাষা শহীদ আবদুস সালাম স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. ওয়াহিদুজজামান।

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রবিউল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ দেলোয়ার হোসেন ডালিম, সদস্য আবদুল মোতালেব হুমায়ুন, জহির উদ্দিন চৌধুরী মুকুট, আজম চৌধুরী, বিসিবি প্রতিনিধি জেলা ক্রিকেট কোচ রিয়াজ উদ্দিন রবিনসহ ক্রীড়ামোদী লোকজন, বিভিন্ন স্কুলের শিক্ষক ও খেলোয়াড়রা।

টুর্নামেন্টে দু’গ্রুপে আট দল অংশ নিয়েছে। প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের স্পন্সরে এ টুর্নামেন্টে পর্যায়ক্রমে ৬৪টি জেলায় শুরু হচ্ছে এবং সারাদেশে ৪৯৫টি স্কুলের শিক্ষার্থী খেলায় অংশ নেবে।

আগামী ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিজয়ী দল বিভাগীয় পর্যায়ে খেলায় অংশ নেবে। এদিকে, উদ্বোধনী খেলায় ছাগলনাইয়া পাইলট হাই স্কুল দল বনাম বিরলী আদর্শ উচ্চ বিদ্যালয় দলের মধ্যে ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২০
এসএইচডি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।