ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

উল্লাপাড়ায় অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২০
উল্লাপাড়ায় অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রাস্তার পাশ থেকে জিহাদ মিয়া (৪৫) নামে ব্যাটারিচালিত এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরের দিকে উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের ঝগঝগিয়া সেতুর পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। জিহাদ মিয়া একই ইউনিয়নের ঘিয়ালা গ্রামের মৃত লোকমান হোসেন মিয়ার ছেলে।

 

উল্লাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা জানান, সকালে ঝগঝগিয়া এলাকায় রাস্তার পাশে জিহাদ মিয়ার মরদেহ দেখে থানায় খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।  তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। কিভাবে তার মৃত্যু হয়েছে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে। ঘটনাস্থল থেকে তার অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে।  

এ ঘটনায় নিহতের ছেলে মজনু মিয়া বাদী হয়ে মামলা দায়ের করেছেন।             
      
নিহতের ছেলে মজনু মিয়া জানান, তার বাবা জিহাদ মিয়া অটোরিকশা চালিয়ে শনিবার দিন শেষে রাতে বাড়ি আসার পথে ঝগঝগিয়া এলাকায় পৌঁছালে তাকে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।  

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।