ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

পাকুন্দিয়ায় স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবকের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২০
পাকুন্দিয়ায় স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবকের কারাদণ্ড

কিশোরগঞ্জ: স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় নাসির উদ্দিন (২৪) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম লুৎফুর রহমান এ দণ্ড দেন।  

দণ্ডপ্রাপ্ত নাসির উপজেলার আদর্শপাড়া গ্রামের মতিউর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কালিয়াচাপড়া চিনিকল উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে প্রায়ই উত্ত্যক্ত করতেন একই গ্রামের নাসির। রোববার একইভাবে উত্ত্যক্ত করার সময় স্থানীয়রা তাকে ধরে গণধোলাই দেয়। পরে নাসিরকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে দোষ স্বীকার করায় তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন বিচারক।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২০ 
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।