ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে বরিশালে বর্ণাঢ্য র‌্যালি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২০
নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে বরিশালে বর্ণাঢ্য র‌্যালি

বরিশাল: ‘সবাই মিলে হাত মেলায়, নিরাপদ খাদ্য নিশ্চিত চাই’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে জাতীয় নিরাপদ খাদ্য দিবস-২০২০ উদযাপিত হয়েছে।

দিনটি উপলক্ষে রোববার (২ ফেব্রুয়ারি) সকালে নগরের সার্কিট হাউজ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের অফিসে গিয়ে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় অন্যদের মধ্যে বরিশালের জেলা প্রশাসক এস. এম. অজিয়র রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক তৌহিদুল ইসলাম পাভেল ও বরিশাল কৃষি সস্প্রারণ অধিদপ্তরের উপ-পরিচালক হরিদাস শিকারী বক্তব্য দেন। বক্তার নিরাপদ খাদ্য নিশ্চিতকরণের ওপর গুরুত্বারোপ করেন।  

র‌্যালি ও আলোচনা সভায় সরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠারে শিক্ষক শিক্ষার্থী ও এনজিও প্রতিনিধিরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২০
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।