ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২০
কুষ্টিয়ায় ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

কুষ্টিয়া: কুষ্টিয়ার ভেড়ামারা থানায় দায়ের করা ধর্ষণ মামলায় এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

রোববার (০২ ফেব্রুয়ারি) দুপুরে কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুন্সী মশিয়ার রহমান এ রায় দেন।  

দণ্ডপ্রাপ্ত আসামি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ফকিরাবাদ এলাকার নজরুল ইসলামের ছেলে নয়ন।

রায় ঘোষণার সময় নয়ন পলাতক ছিলেন।

আদালত সূত্রে জানা যায়, বিয়ের প্রলোভন দেখিয়ে ২০১৫ সালের ১৮ আগস্ট এক কিশোরীকে (১৪) ধর্ষণ করেন নয়ন। এ ঘটনায় ওই কিশোরীর বাবা বাদী হয়ে নয়নকে আসামি করে ভেড়ামারা থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট আব্দুল হালিম বাংলানিউজকে বলেন, আসামির বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত নারী ও শিশু নির্যাতন দমন আইনে নয়নের যাবজ্জীবন কারাদণ্ড দেন। এছাড়াও ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।