ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে শ্রবণ প্রতিবন্ধী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২০
গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে শ্রবণ প্রতিবন্ধী নিহত ছবি: সংগৃহীত

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানীর তিলছড়া এলাকায় ট্রেনে কাটা পড়ে আলম সরদার (৪৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

রোববার (২ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে  এ ঘটনা ঘটে। নিহত আলম তিলছড়া গ্রামের মৃত একরাম সরদারের ছেলে এবং তিনি একজন শ্রবণ প্রতিবন্ধী।

গোপালগঞ্জের কাশিয়ানী থানার রামদিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. আমিনুর রহমান জানান, আলম সরদার বাড়ির পাশে রেললাইনের উপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এমন সময় রাজশাহী থেকে গোপালগঞ্জগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেন এসে পড়লে তিনি ট্রেনের নিচে কাটা পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

বাংলাদেশ সময়: ০৫৫৪, ফেব্রুয়ারি ০৩, ২০২০
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।