ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

মুজিববর্ষ উদযাপন বাংলাদেশ-ভারত বন্ধুত্ব আরো দৃঢ় করবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২০
মুজিববর্ষ উদযাপন বাংলাদেশ-ভারত বন্ধুত্ব আরো দৃঢ় করবে

গোপালগঞ্জ: চলতি বছরের ১৭ মার্চ থেকে বাংলাদেশে উদযাপিত হবে মুজিববর্ষ। ভারতও এতে অংশগ্রহণ করার জন্য তৈরি। মুজিববর্ষ উদযাপনের মধ্য দিয়ে বাংলাদেশ ও ভারতের মানুষের মধ্যে বন্ধুত্ব আরো দৃঢ় ও গভীর হবে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ একথা বলেন।

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক ঐতিহাসিক উল্লেখ করে তিনি  বলেন, এ সম্পর্কের মধ্যে বঙ্গবন্ধুর বিশাল ভূমিকা রয়েছে।

এশিয়ান নেতাদের মধ্যে তিনি একজন গুরুত্বপূর্ণ নেতা। বঙ্গবন্ধু যে ভিশন নিয়ে পথচলা শুরু করেছিলেন সেটা শেষ করতে পারেননি। তার স্বপ্নের সোনার বাংলা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাস্তবায়ন করছেন। সোনার বাংলা গড়ার পথে ভারত আগেও পাশে ছিল, সব সময় পাশে থাকবে।

এর আগে জাতির পিতার সমাধিসৌধের বেদীতে পুষ্পমাল্য অর্পণ করেন হাই কমিশনার রীভা গাঙ্গুলি দাশের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল। পরে বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনা করে প্রার্থনা করেন তারা।

বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদনএসময় হাইকমিশনারের সঙ্গে তার স্বামী প্রশান্ত কুমার দাশ, প্রথম সচিব (রাজনৈতিক) নবনীতা চক্রবর্তী, প্রটোকল অফিসার নিরাজ কুমার বিলখা, সহকারী কেএমএস রেড্ডিসহ পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুল্লাহ আল বাকী, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুদ, গোপালগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফার রহমান বাচ্চু, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, কোটালীপাড়া উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, কাশিয়ানী উপজেলা চেয়ারম্যান সুব্রত ঠাকুর, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইলিয়াস হোসেন, জেলা যুবলীগের সভাপতি জিএম সাহাবুদ্দিন আযমসহ জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  

পরে হাইকমিশনার বঙ্গবন্ধুর সমাধিসৌধ ঘুরে দেখেন এবং বঙ্গবন্ধু ভবনে রাখা মন্তব্য বইতে স্বাক্ষর করেন।

সোয়া ১১টায় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ গোপালগঞ্জ কেন্দ্রীয় কালীবাড়ি পরিদর্শন করেন। এসময় কেন্দ্রীয় কালীবাড়ি সভাপতি ড. অরুণ কান্তি বিশ্বাস, সাধারণ সম্পাদক বিভূতি রায়সহ অন্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১২১৭, ফেব্রুয়ারি ০৩, ২০২০
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।