ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

কুড়িগ্রামে ইয়াবাসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২০
কুড়িগ্রামে ইয়াবাসহ আটক ২

কুড়িগ্রাম: কুড়িগ্রাম সদর উপজেলার মধ্যকুমরপুর বাজার এলাকা থেকে ৭৩০ পিস ইয়াবাসহ দুই মাদকবিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

সোমবার (০৩ ফেব্রুয়ারি) দুপুরে আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে জেলা কারাগারে পাঠিয়েছে কুড়িগ্রাম থানা পুলিশ। এর আগে রোববার (০২ ফেব্রুয়ারি) দিনগত রাতে মধ্যকুমরপুর বাজার এলাকা থেকে তাদের আটক করে র‌্যাব-১৩।

আটকরা হলেন- জেলার ফুলবাড়ী উপজেলার বিদ্যাবাগীশ ইউনিয়নের অনন্ত চন্দ্র বর্মণের ছেলে বিশ্বনাথ চন্দ্র বর্মণ (২৪) ও সদর উপজেলার চরবড়াইবাড়ি ইউনিয়নের মৃত আজগার আলীর ছেলে রিয়াজুল ইসলাম (২৯)।  

রংপুরের র‌্যাব-১৩ সূত্র জানায়, রোববার দিনগত রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মধ্যকুমরপুর বাজার এলাকায় দুই মাদকবিক্রেতাকে ধরতে অভিযান চালানো হয়। এ সময় ৭৩০ পিস ইয়াবাসহ বিশ্বনাথ ও রিয়াজুলকে আটক করা হয়। পরে রাতেই তাদের সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।  

র‌্যাব-১৩ এর উপ-অধিনায়ক মেজর সৈয়দ ইমরান হোসেন জানান, আটকরা ইয়াবাবিক্রেতা। তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।  

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান বাংলানিউজকে জানান, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আইনে মামলা দিয়ে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২০
এফইএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।