ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

বইমেলায় ভেঙে পড়লো মোবাইল টাওয়ার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২০
বইমেলায় ভেঙে পড়লো মোবাইল টাওয়ার

ঢাকা: অমর একুশে গ্রন্থমেলায় ভেঙে পড়েছে অস্থায়ীভাবে স্থাপিত মোবাইল টাওয়ার। হঠাৎ বিকট শব্দে টাওয়ারটি ভেঙে পড়ায় মেলায় আগত পাঠক-দর্শনার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।  

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে সোহরাওয়ার্দী উদ্যোনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মেলার সোহরাওয়ার্দী  উদ্যানে একটি অস্থায়ী মোবাইল টাওয়ার স্থাপন করা হয়।

মঙ্গলবার বিকেলে মেলা চলাকালে হঠাৎ করে বিকট শব্দে এটি ভেঙে পড়ে। এতে পাঠক-দর্শনার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।  

অনেককে এদিক ওদিক ছুটোছুটি করতেও দেখা গেছে।  

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২০
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।