ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

আক্কেলপুরে কেন্দ্র সচিবের বিরুদ্ধে বিভাগীয় মামলার নির্দেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২০
আক্কেলপুরে কেন্দ্র সচিবের বিরুদ্ধে বিভাগীয় মামলার নির্দেশ

জয়পুরহাট: জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার জামালগঞ্জ উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব তথা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রানা কুমার সরকারের বিরুদ্ধে বিভাগীয় মামলার নির্দেশ দিয়েছেন আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিউল ইসলাম। চলতি এসএসসি পরীক্ষায় পুরোনো প্রশ্নপত্রের মাধ্যমে পরীক্ষা গ্রহণের দায়ে এ নির্দেশ দেওয়া হয়।

জানা যায়, ৩ ফ্রেব্রুয়ারি থেকে সারাদেশে একসঙ্গে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। এই উপজেলার ৭টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

তার মধ্যে জামালগঞ্জ উচ্চ বিদ্যালয়ে ৩ তারিখের বাংলা প্রথম পর্ব পরীক্ষা ২০১৮ সালের এমসিকিঊ প্রশ্নপত্র দিয়ে ১৪ জন পরীক্ষার্থীর পরীক্ষা গ্রহণ করেও তা গোপন রাখে।  

এমন অভিযোগে জামালগঞ্জ উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব তথা প্রধান শিক্ষকের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিউল ইসলাম ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আহসান কবীরকে বিভাগীয় মামলার নির্দেশ দিয়েছেন।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিউল ইসলাম।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২০
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।