ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

জামালপুরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২০
জামালপুরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

জামালপুর: জামালপুর সদরের নান্দিনা বাজার থেকে বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত ১১টায় অজ্ঞাত পরিচয়ে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

নান্দিনা জেনারেল হসপিটালের পিছনে নর্দমা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার সন্ধ্যা থেকে ওই স্থানে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।  

জামালপুর সদর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) অসীম কুমার জানান, সুরতহাল প্রতিবেদন তৈরির পর রাতেই মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  

এ বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে বলে জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২০
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।