বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে এ দুর্ঘটনা ঘটে।
সৈয়দপুর ফায়ার সার্ভিসের কর্মী ও পুলিশ সদস্যরা হতাহতদের উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করায়।
এছাড়া সৈয়দপুর হাসপাতালে চিকিৎসাসেবা নিচ্ছেন- বোতলাগাড়ীর সাইদুল ইসলাম (৩৮), ঢেলাপীরের নাসিম (৪০), কয়া মিস্ত্রিপাড়ার আসাদুল হক (৪৫), কুন্দুল পূর্বপাড়ার অপু আহমেদ (২২), উত্তরা আবাসনের শিশু পরম (২), শামীম আহমেদ (৪০) এবং ওয়াপদা গেটের আবুল কালাম আজাদ (৩৫)।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান বাংলানিউজকে জানান, দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যান, ইজিবাইক ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে। তবে ঘটনার পরেই কাভার্ড ভ্যানের চালক পালিয়ে গেছে।
বাংলাদেশ সময়: ০৮২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২০
এসআরএস