ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় ট্রাকচাপায় রাজমিস্ত্রীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২০
খুলনায় ট্রাকচাপায় রাজমিস্ত্রীর মৃত্যু

খুলনা: খুলনায় ট্রাকের চাপায় এনামুল কবির (৫০) নামে এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ভোরে মহানগরীর লবনচোরার দারোগার লিজ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত এনামুল মোক্তার হোসেন সড়কের বাসিন্দা।

নিহতের স্ত্রী হোসনে আরা বলেন, আনুমানিক সকাল সাড়ে ছয়টায় ফজরের নামাজ পড়ে কাজে যাচ্ছিলেন এনামুল কবির। পথে  বালু ভর্তি একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থানেই তার মৃত্যু হয়।

লবনচোরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খায়ের বলেন, রূপসা সেতুর দিক থেকে জিরো পয়েন্টের দিক যাওয়ার সময় হাইওয়ে সড়কের বাম পাশের দারোগার লিজ এলাকায় ভারী কোনো যান ট্রাক অথবা বাস এনামুল কবিরকে চাপা দেয়। এতে ঘটনাস্থালেই তার মৃত্যু হয়। তার সঙ্গে বাইসাইকেল ছিল। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতাল মর্গে পাঠায়।

বাংলাদেশ সময়: ১০৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২০
এমআরএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।