ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ওসমানীর সমাধিতে সেনাবাহিনী ১৭ পদাতিক ডিভিশনের শ্রদ্ধা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২০
ওসমানীর সমাধিতে সেনাবাহিনী ১৭ পদাতিক ডিভিশনের শ্রদ্ধা

সিলেট: সিলেটে যথাযোগ্য মর্যাদায় মহান মুক্তিযুদ্ধে মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক বঙ্গবীর এম এ জি ওসমানীর ৩৬তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

এই উপলক্ষে রোববার (১৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ সেনাবাহিনী ১৭ পদাতিক ডিভিশন সিলেট এরিয়ার উদ্যোগে বঙ্গবীরের সমাধিস্থলে পুস্পস্তবক অর্পণ করা হয়।

এরিয়া কমান্ডার মেজর জেনারেল মুহাম্মদ যুবায়ের সালেহীন এসইউপি এনডিইউ পিএসসির নেতৃত্বে একদল চৌকস দল গার্ড অব অনারের মাধ্যমে ওসমানীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।

এ সময় বিউগলের সুরে জাতীয় পতাকা অর্ধনমিত ও পুনরায় উত্তোলন করা হয়।

অনুষ্ঠান শেষে মরহুমের রুহের মাগফেরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাত করা হয়। এ সময় সিলেট এরিয়ার সব ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২০
এনইউ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।