ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

করোনা ঝুঁকিতে চীনে আটকা ফেনীর শান্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২০
করোনা ঝুঁকিতে চীনে আটকা ফেনীর শান্ত

ফেনী: করোনা ভাইরাসে আতঙ্কের মধ্যে চীনের হুবেই প্রদেশের ইউনিভার্সিটির হলে আটকা পড়েছেন ফেনীর সিয়াম উন মোরসালিন শান্ত। ফেনী শহরের পূর্ব মধুপুর এলাকায় তাদের বাড়ি।

রোববার (১৬ ফেব্রুয়ারি) পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, ২০১৬ সালে স্কলারশিপের মাধ্যমে উচ্চশিক্ষা গ্রহণের জন্য চীনের হুবেই প্রদেশে গিয়েছিলেন শান্ত। সেখানকার ইছাং সিটিতে চায়না থ্রি গরজেস ইউনিভার্সিটিতে বিএসসি ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করছেন তিনি।

ইছাং থেকে ১৮৬ কিলোমিটার দূরে উহান শহরে গত নভেম্বর থেকে করোনা ভাইরাস ছড়িয়ে পড়লে পুরো প্রদেশ লকডাউন করে দেওয়া হয়। এতে ইউনিভার্সিটির আবাসিক হলে বন্দী হয়ে পড়েন শান্ত।

শান্ত’র পরিবার জানায়, চলতি বছরের জুলাইয়ে তার দেশে ফেরার কথা রয়েছে।

ছেলে যাতে পড়াশোনা শেষে সুস্থভাবে দেশে ফিরতে পারে, সেজন্য সবার দোয়া কামনা করেন শান্ত’র বাবা শহীদ উল্লাহ।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২০
এসএইচডি/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।