ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

সদরপুরে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২০
সদরপুরে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু

ফরিদপুর: ফরিদপুরের সদরপুরে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তারেক বেপারী (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে সদরপুর-চন্দ্রপাড়া আঞ্চলিক সড়কের জরিনার কুমপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তারেক সদরপুরের বিশ্ব জাকের মঞ্জিল সরকারি উচ্চ বিদ্যালয়ে অধ্যায়নরত ছিল।

সে সদরপুরের নয়রশি গ্রামের সিরাজ বেপারীর ছেলে।

সদরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আজিজুল ইসলাম জানান, বেপরোয়া গতির মোটরসাইকেলটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক তারেক ও অটোরিকশায় থাকা ৫ যাত্রী আহত হন। গুরুতর অবস্থায় তারেককে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত অপর পাঁচজনকে সদরপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ও ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।