ইউরোপীয় ক্লাব ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফার ‘ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে’ (এফএফপি) ভঙ্গের অভিযোগে দুই মৌসুমের জন্য চ্যাম্পিয়নস লিগে নিষিদ্ধ হয়েছে সিটিজেনরা। নিষেধাজ্ঞার সঙ্গে জুটেছে ৩০ মিলিয়ন ইউরো জরিমানা।
২০২২ পযর্ন্ত ইউরোপীয়ান ফুটবলে কোনো প্রতিযোগীতায় অংশগ্রহণ করতে পারবে না ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা। যার কারণে অনেকে ভেবেছিল, ইতিহাদ ছেড়ে দিতে পারেন সিটিজেন কোচ পেপ গার্দিওলা।
তবে স্প্যানিশ কোচ তার বন্ধুদের জানিয়েছেন, নিষিদ্ধ হলেও ম্যানচেষ্টার সিটিতে থাকতে চান তিনি। এমনটাই দাবি ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি’র। ওয়েস্ট হামের বিপক্ষে ম্যাচটি সামনে বিষয়টি সামেন রেখে আগামী বুধবার (১৮ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে কথা বলতে পারেন গার্দিওলা।
সিটিজেনদের সঙ্গে গার্দিওলার চুক্তি আছে ২০২১ সাল পযর্ন্ত। ৪৯ বছর বয়সী কোচ ইতিহাদে থাকবেন কি থাকবেন না তা এখনও দোলাচলে।
বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২০
ইউবি