এর মধ্যে খিলক্ষেত এলাকায় নিহত ব্যক্তির নাম মদনমোহন সূত্রধর (২৫)। তবে আশকোনা এলাকায় ট্রেনে কাটা পড়ে নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
ঢাকা বিমানবন্দর রেলস্টেশন পুলিশ ফাঁড়ির এএসআই মো. মহিউদ্দিন বাংলানিউজকে জানান, আশকোনায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবকের পরিচয় না পাওয়া গেলেও খিলক্ষেত রেলগেট এলাকায় নিহত যুবকের পরিচয় পাওয়া গেছে। মদনমোহনের বাড়ি সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলায়। তিনি বর্তমানে খিলক্ষেত এলাকায় থেকে স্যানেটারি মিস্ত্রি হিসেবে কাজ করতেন।
ওই অজ্ঞাত যুবকের মৃতদেহ আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আর স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে মদনমোহনের মৃতদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি জানান, রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় অসতর্কতার কারণে ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২০
এজেডএস/এমএ