সোমবার (১৭ ফেব্রুয়ারি) দিনব্যাপী পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গাজীপুর সিটি করপোরেশনের গাছা থানার পলাসোনা ও দীৎপুর এলাকায় পরিবেশ দূষণবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুস সালাম সরকার জানান, অভিযান চালিয়ে ওই তিনটি ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। সিটি করপোরেশন এলাকাসহ গাজীপুরে কোনো অবৈধ ইটভাটা চলতে দেওয়া হবে না।
এ সময় গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুস সালাম সরকার, সহকারী পরিচালক মো. আশরাফ উদ্দিন, পরিদর্শক শেখ মোজাহীদ ও দিলরুবা আক্তার উপস্থিত ছিলেন।
এছাড়া অভিযানে গাজীপুর র্যাব-১, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা সার্বিক সহযোগিতা করেন।
বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২০
আরএস/আরবি/