সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে সাতক্ষীরা-খুলনা সড়কের পাটকেলঘাটা থানার বঙ্গবন্ধু হাইস্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শামসুর রহমান সানা সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলা গ্রামের শহিদুল্লাহ সানার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার অফিস শেষে মোটরসাইকেল করে বাড়ি ফেরার সময় বঙ্গবন্ধু হাইস্কুলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়েন শামসুর। এ সময় পেছন থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াহিদ মোর্শেদ বাংলানিউজকে বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাকটি আটকের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২০
এমআরএ