সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে তাকে কিশোরগঞ্জ আদালতে নেওয়া হলে তিনি মেয়ে হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেন।
আছমা আক্তার কিশোরগঞ্জ সদর উপজেলার লতিবাবাদ-চরপাড়া এলাকার সুরুজ মিয়ার মেয়ে।
পুলিশ সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে নিজ মেয়ে শিউলী আক্তার মায়াকে (১০) ইঁদুর মারার ট্যাবলেট খাওয়ায় মা আছমা আক্তার। পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় মায়াকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহত মায়ার নানা সুরুজ মিয়া বাদী হয়ে মা আছমা আক্তারের বিরুদ্ধে থানায় মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা কিশোরগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) অজিত কুমার সরকার বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার অভিযান চালিয়ে আছমা আক্তারকে গ্রেফতার করে কিশোরগঞ্জ আদালতে নেওয়া হয়। পরে নিজের অপরাধ স্বীকার করে আদালতে জবানবন্দি দেন তিনি।
বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২০
এমআরএ