ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

নেপাল দূতাবাসে অভ্যর্থনার আয়োজন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২০
নেপাল দূতাবাসে অভ্যর্থনার আয়োজন

ঢাকা: নেপালের পররাষ্ট্রমন্ত্রী প্রদীপ কুমার গয়ালের ঢাকায় আগমন উপলক্ষে দেশটির ঢাকার দূতাবাস এক অভ্যর্থনার আয়োজন করেছে। এই অভ্যর্থনায় অতিথি হিসেবে অংশ নেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর।

নেপালের ঢাকার দূতাবাস জানায়, নেপালের পররাষ্ট্রমন্ত্রী প্রদীপ কুমার গয়াল ঢাকায় তিন দিনের সফরে এসেছেন। ঢাকা সফর উপলক্ষে সোমবার (১৭ ফেব্রুয়ারি ) দূতাবাসে এক অভ্যর্থনার আয়োজন করা হয়।

এতে বিভিন্ন দেশের কূটনীতিক, রাজনীতিবিদ, ব্যবসায়ী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা অংশ নেন।

অভ্যর্থনা অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরকে ঢাকায় নেপালের রাষ্ট্রদূত ড. বনসিধর মিশ্র স্বাগত জানান। পরে সায়েম সোবহান আনভীর নেপালের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মতবিনিময় করেন।

বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নেপালের পররাষ্ট্র সচিব শঙ্কর ডি বৈরাগী, ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ, ঢাকায় নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার,  ঢাকার থাইল্যান্ড, ভুটান, ভ্যাটিকান সিটি প্রভৃতি দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে মতবিনিময় করেন।

বাংলাদেশ সময়:  ২৩৩৯ ঘণ্টা,  ফেব্রুয়ারি ১৭, ২০১৯
টিআর/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।