ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বাংলাদেশ-নেপাল পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক মঙ্গলবার

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২০
বাংলাদেশ-নেপাল পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক মঙ্গলবার

ঢাকা: বাংলাদেশ ও নেপালের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বৈঠকে বসছেন। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হবে রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায়। বৈঠকের পর দুইটি চুক্তি সই হতে পারে।

সূত্র জানায়, নেপালের পররাষ্ট্রমন্ত্রী প্রদীপ কুমার গয়াল সোমবার (১৭ ফেব্রুয়ারি) তিনদিনের সফরে ঢাকায় এসেছেন। ঢাকা সফরকালে সোমবার বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গে বৈঠক করেছেন তিনি।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন।

বৈঠকে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। বৈঠক শেষে দুই দেশের মধ্যে দুইটি চুক্তি সই হতে পারে। এছাড়া নেপালের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে বৈঠক করবেন। সফরের শেষ দিন বুধবার (১৯ ফেব্রুয়ারি)  প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) নেপালের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসেন। তিনদিন সফর শেষে ১৯ ফেব্রুয়ারি তিনি ঢাকা ত্যাগ করবেন।

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২০
টিআর/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।