সূত্র জানায়, নেপালের পররাষ্ট্রমন্ত্রী প্রদীপ কুমার গয়াল সোমবার (১৭ ফেব্রুয়ারি) তিনদিনের সফরে ঢাকায় এসেছেন। ঢাকা সফরকালে সোমবার বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গে বৈঠক করেছেন তিনি।
বৈঠকে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। বৈঠক শেষে দুই দেশের মধ্যে দুইটি চুক্তি সই হতে পারে। এছাড়া নেপালের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে বৈঠক করবেন। সফরের শেষ দিন বুধবার (১৯ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) নেপালের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসেন। তিনদিন সফর শেষে ১৯ ফেব্রুয়ারি তিনি ঢাকা ত্যাগ করবেন।
বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২০
টিআর/এইচএডি