মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে আরামবাগ এলাকার ১৮২/এ এর চারতলা বাড়ি থেকে ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত নারীর স্বামীর নাম গোপাল চন্দ্র কুরি।
মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মনির হোসেন মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, নিহত নারীর মাথায় আঘাত আছে। সেটি দেখে মনে হচ্ছে ধারালো অস্ত্রের আঘাতে তাকে খুন করা হয়েছে। ওই দম্পতি তাদের নিজ বাড়িতেই থাকতেন।
ওই পুলিশ কর্মকর্তা আরও জানান, নিহত বৃদ্ধা নারী ৮ থেকে ১০ বছর ধরে প্যারালাইসিস রোগে ভুগছিলেন। ওই দম্পতির তিন মেয়ে। তারা দেশের বাইরে থাকেন। নিহতের স্বামীর তিনিও একজন মানসিক ভারসাম্য রোগী। তবে এ ঘটনায় আমরা বিস্তারিত জানার চেষ্টা করছি।
বাংলাদেশ সময়: ১১৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২০
এজেডএস/এএটি