ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বাজিতপুরে উচ্ছেদ অভিযানে বিমের নিচে পড়ে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২০
বাজিতপুরে উচ্ছেদ অভিযানে বিমের নিচে পড়ে নিহত ১

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর রেলস্টেশন এলাকায় উচ্ছেদ অভিযানের সময় বিল্ডিংয়ের বিমের নিচে পড়ে নিমাই বণিক (২৭) এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২ টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন-রুবেল ও অন্তর।

বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান পাটোয়ারী বাংলানিউজকে জানান, উপজেলার সরারচর রেলস্টেশন এলাকায় উচ্ছেদ অভিযানের সময় বিল্ডিংয়ের বিমের নিচে পড়ে নিমাই বণিক এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২০
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।