মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে পানগুছি নদীতে অভিযান চালিয়ে এ পোনা জব্দ করা হয়। এসময় তিন জেলেকে আটক করে কোস্ট গার্ড।
দন্ডপ্রাপ্তরা হচ্ছেন, সাতক্ষীরার আশাশুনি উপজেলার গফফার সরদার (৪০), নয়ন সরদার(২৫) ও শফিকুল সরদার(২৮)।
পরে জব্দ পোনাগুলো নদীতে অবমুক্ত করে দেওয়া হয়।
কোস্ট গার্ড, শরণখোলা স্টেশন কর্মকর্তা মো. আব্দুল হাকিম বলেন, সুন্দরবনের ভোলানদী থেকে মাছের পোনা ধরে পাইকগাছা যাবার পথে ট্রলারটিতে তল্লাশি করে ফাইস্যামাছের পোনাসহ জেলেদের আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করে জেলেদের মুক্ত করে দেওয়া হয়েছে। পরে উপজেলা ম্যৎস্য কর্মকর্তা প্রনব কুমার বিশ্বাসের উপস্থিতে পোনাগুলো নদীতে অবমুক্ত করা হয়।
বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২০
এবি