মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে নিখোঁজ শিশুটির মরদেহ মানিক হাজি টোলার একটি বাঁশঝাড় থেকে উদ্ধার করা হয়।
মৃত শিশুটি চরবাগডাঙ্গা মানিক হাজি টোলা গ্রামের বাসিন্দা মো. রুহুল আমিনের মেয়ে রিমা খাতুন (৭)।
স্থানীয় এলাকাবাসী জুয়েল রানা জানান, সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল থেকে রিমাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তাকে খুঁজে পেতে এলাকায় মাইকিং করা হয় এবং সদর মডেল থানায় সোমবার একটি জিডিও করা হয়।
অন্যদিকে কন্যা শিশুটির পিতা রুহুল আমিন জানান, সোমবার দুপুর ১২টা থেকে বাড়ি থেকে নিখোঁজ ছিলো তার মেয়ে। পরে এলাকায় ও প্রতিবেশীদের কাছে খোঁজ না পেয়ে আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজ নেওয়ার পাশাপাশি মসজিদে মাইকিং করা হয়। তাতেও খোঁজ পাওয়া না যাওয়ায় রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়রি করেন তিনি।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টায় স্থানীয়রা তার মেয়ের মরদেহ দেখে তাকে খবর দিলে তিনি সদর থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠান।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. জিয়াউর রহমান জানান, ময়নাতদন্তের পর শিশুটির মৃত্যুর প্রকৃত রহস্য জানা যাবে।
বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২০
এবি