ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

‘সরকারি-বেসরকারি হজ যাত্রীদের কোটা বাড়ানো হয়েছে’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২০
‘সরকারি-বেসরকারি হজ যাত্রীদের কোটা বাড়ানো হয়েছে’ বক্তব্য রাখছেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. নুরুল ইসলাম।

খুলনা: ‘২০১৯ সালে কোনো অভিযোগ ছাড়াই সুষ্ঠুভাবে হজ পালন সম্পন্ন হয়েছে। বাংলাদেশ এ ক্ষেত্রে সফল হওয়ায় চলতি বছর সরকারি-বেসরকারি হজ যাত্রীদের জন্য কোটা বাড়ানো হয়েছে। সৌদি সরকারের বাংলাদেশি হাজিদের বিষয়ে ধারণা বদলে গেছে।’

ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. নুরুল ইসলাম মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে খুলনা সার্কিট হাউস সম্মেলন কক্ষে ২০২০ সালে সুষ্ঠু হজ ব্যবস্থাপনাসহ হজযাত্রী বাড়ানোর লক্ষ্যে বিভাগীয় পর্যায়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।

মো. নুরুল ইসলাম বলেন, ২০২০ সালে বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ১৭ হাজার ১৯৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২০ হাজার ধর্মপ্রাণ মুসলমান পবিত্র হজ পালন করতে পারবেন। হজ পালনে খুলনা বিভাগ পিছিয়ে রয়েছে। সরকার সব হজযাত্রীকে ত্রুটিমুক্ত পরিবেশে হজ পালনের নিশ্চয়তা দিতে চায়। এক্ষেত্রে সবার সহযোগিতা প্রয়োজন।

খুলনার বিভাগীয় কমিশনার ড. মু. আনোয়ার হোসেন হাওলাদারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন  অতিরিক্ত সচিব (হজ) এবিএম আমিন উল্লাহ নুরী এবং স্বাগত জানান পরিচালক (হজ) মো. সাইফুল ইসলাম।

মতবিনিময় সভায় খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার, বিভাগের ১০ জেলার জেলা প্রশাসক, বিভাগের সব উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক, উপপরিচালক ও বেসরকারি হজ এজেন্সির প্রতিনিধিরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২০
এমআরএম/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।