মানিকগঞ্জ: মানিকগঞ্জের সিঙ্গাইরে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার তালেবপুর ইউনিয়নের চর গোলড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সাত্তার বাংলানিউজকে বলেন, উদ্ধার হওয়া যুবকের পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি।
তার বয়স আনুমানিক ২৫ বছর হবে। ধারণা করা হচ্ছে, সোমবার (১৭ ফেব্রুয়ারি) দিনগত রাতের যেকোনো সময় দুর্বৃত্তরা ওই যুবককে হত্যার পর মরদেহ আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। পরিচয় শনাক্ত ও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের চেষ্টা করা হচ্ছে।
ময়নাতদন্তের জন্য মরদেহটি মানিকগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২০
ওএইচ/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।