ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্র-ইয়াবাসহ আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২০
ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্র-ইয়াবাসহ আটক ৩

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলবার, তিন রাউন্ড গুলি ও ৯৫০ পিস ইয়াবাসহ তিন মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার রাধিকা বাজারের পাশের একটি ভাড়াটিয়া বাসা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- সোহাগ (২৫),  শাহিনা (২৮) ও নাদিরা (২২)।

তারা সবাই ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের কর্নেলবাজার এলাকায় বাসিন্দা।

জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. জিয়াউল হক বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাধিকা বাজারে পাশে ধন মিয়া ম্যানশনের দোতলা ভাড়াটিয়া সোহান মিয়ার ঘরে অভিযান চালিয়ে একটি রিভলবার, তিন রাউন্ড গুলি ও ৯৫০ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করি।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২০
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।