মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকারের নেতৃত্বে উদ্ধার করা ওই জমিতে লাল নিশান টাঙিয়ে দেওয়া হয়েছে।
ভূমি অফিস সূত্রে জানা যায়, উপজেলার কয়া মৌজার দলবাড়ি এলাকায় ১ দশমিক ৬৭ একর খাস জমি দীর্ঘদিন ধরে বেদখলে ছিলো।
অভিযানে উপস্থিত ছিলেন সিনিয়র সৈয়দপুর উপজেলা মৎস্য কর্মকর্তা সানী খান মজলিস, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার রিপন কুমার প্রামাণিকসহ অন্যান্য কর্মচারী এবং সৈয়দপুর থানার পুলিশ সদস্যরা।
সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার জানান, এর আগেও খাস জমি উদ্ধার করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২০
ওএইচ/