মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বরিশালে সংগঠনটির কার্যালয়ে সন্ধ্যা ৬টায় এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে ২০ বছর পূর্তিতে কেক কাটেন অনুষ্ঠানের অতিথিরা।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ছাদেকুল আরেফিন মাতিন, বরিশাল বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, বরিশাল মেটোপলিটন পুলিশের কমিশনার মো. শাহাবুদ্দিন খান, জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান, বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. তালুকদার মো. ইউনুস, দক্ষিণ জেলা বিএনপি’র সভাপতি এবায়দুল হক চাঁন, বিশিষ্ট সমাজসেবক বিজয় কৃষ্ণ দে, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি কাজল ঘোষ প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকদের অধিকার রক্ষায় বরিশাল রিপোর্টার্স ইউনিটি আন্দোলন করে যাচ্ছে। এই সংগঠনের জন্মও হয়েছে প্রতিবাদের মধ্যে দিয়ে। এই সংগঠন সাংবাদিকদের অধিকার রক্ষায় সামনের দিনগুলোতেও অগ্রনী ভূমিকা পালন করবে।
সংগঠনের সাবেক সভাপতি নজরুল বিশ্বাস ও সাবেক সাধারণ সম্পাদক বাপ্পী মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সরকারি ব্রজমোহন কলেজ অধ্যক্ষ শফিকুর রহমান সিকদার, শিক্ষক পরিষদের সম্পাদক আলামিন সরোয়ার, নারী নেত্রী রাবেয়া খাতুন, শাহ সাজেদা, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সভাপতি মানবেন্দ্র বটব্যাল, সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি আফজালুল করিম, বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, সিনিয়র সাংবাদিক আনিসুর রহমান খান স্বপন, বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি পুলক চ্যাটার্জী, বরিশাল টেলিভিশন মিডিয়া এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আকতার ফারুক শাহিন, বরিশাল ইলেক্ট্রনিক্স মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফিরদাউস সোহাগ, আজকের পরিবর্তন পত্রিকার প্রকাশক ও সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, বরিশাল নিউজ এডিটরস কাউন্সিলের সভাপতি আরেফিন তুষার, সহ সভাপতি সৈয়দ মেহেদী হাসান, সাধারণ সম্পাদক রিপন হাওলাদার প্রমূখ।
অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মিথুন সাহা এবং ধন্যবাদ জ্ঞাপন করেন সভাপতি সুশান্ত ঘোষ।
২০০০ সালে ১৮ ফেব্রুয়ারি বরিশাল রিপোর্টার্স ইউনিটি অবাধ মুক্ত তথ্য প্রবাহ আমাদের অঙ্গীকার প্রতিপাদ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়।
বাংলাদেশ সময়: ২১৫৩ ঘন্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২০
এমএস/এবি